অনেক আশা নিয়ে রাত জেগেছিকওনি কথা,নীরবে রয়ে গেলে একাকী-কেমন তোমার ভালবাসাবুঝিনা আমি এই ব্যথাতুর হৃদয়ে?কি তোমার চাওয়া পাওয়াতাও বুঝি না আমি।শুধু তোমাকে চাই এ-মনের গভীরে-উষ্ণতা আর আদরে আদরেতুমি সুন্দর, তুমি নিত্য।আমার বেদনার সুরেতোমার সঙ্গিতের মুর্ছনা,পাখির গান-উপর থেকে ঝরে পড়া ঝর্ণাপড়েছে নদীতেআর নদী চলেছে সাগরে।শুধু তুমি ছুটে চলেছো পিছনেঅহংকারের লাল গোলাপ হাতে পেয়ে।সকাল হলে দেখো!তোমার ভুল ভাঙবে ঠিকই।/এমএক্স রাশু

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started