শুধু অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়েছিল আমাকেযেদিন তোমায় ছেড়ে গিয়েছিলাম অজানার উদ্দেশ্যে-তোমার কোমল হাত আমায় ফেরাতে ডাকেনি,মুখ ফুটে বলেনি, আমার ভুল হয়েছে-শুধু নীরব স্তব্ধতা মিশে ছিল তোমার দু’ঠোঁটে।বির্দীন অন্তরে রাত জেগে জেগে কাঁদি আমি শুধু তোমার প্রতি ভালবাসার অনুভূতি নিয়ে।আমি ফিরবো কি না জানি না তোমার ওইকুসুমকোমল আদরের মায়াটানে,তবে তুমি আজো কেন খোঁজনি এই আমাকে?আমার ভালবাসা বুঝি অন্ধকারে বিলীন হয়ে যায়,জোনাকী রাতে আলো দেয় না, চাঁদে অমাবশ্যা-সন্ধ্যা আমাকে তোমার স্মৃতিতে বিচরণ করায়,মনের গভীরে উত্কণ্ঠার জন্ম দেয়,যা হারিয়েছি তা কি আর কোনদিন ফেরত পাব না!এম এক্স রাশু
Leave a comment