আজও পারিনি ভুলতে তোকে।
তোরই বিহনে এ হৃদয়-শুধু কেঁদে মরে।আলো নেই…
ডুবে আছি অন্ধকারে, তোর স্মৃতি..
শুধু মনে পড়ে।
ভাল নেই…. তোকে ছাড়া একটা দিনও,
অশ্রুজল..
শুধু চোখে ঝরে।দিনগুলো… কেটে যায় একলা আমার,।তুই ছাড়া..মনটা কেঁদে মরে। ভুলগুলো….
যা ছিল শুধরে নেবো,
ফিরে আয়…আয়না ফিরে
ভুল করে একবার..বলনা তুই আমার..শূন্য এ হৃদয় মোর…চায় শুধু শুনতে…
পারিনি ভুলতে তোকে-
পারিনি এ মন ফেরাতে।

Leave a comment