যন্ত্রণা ভরা জীবন আমার জ্বলছে দিবারাত। বুকের ভিটায় অগ্নি দহন বহন করে আজ।যে মনেতে ছিল আমার প্রেম আনন্দ ভরা।সেখানে আজ পৌঁছে গেছে আগুনেরই রেখা। ধুকে ধুকে চলছে জীবন, ভিতর পড়ে ছাই,,,,,হঠাৎ একদিন শুনবে তুমি।।এম এক্স রাশু।।বেঁছে নাই,,,,,,দোহাই তোমার। আমি মরার পরে। এক ফোটা জল ফেলো না যেনও তুমি ওখানেও তোমার আশায় রয়ে যাব আমি।।।

Leave a comment