নারী তুমি আসলে কি???

।।।।।।এম এক্স রাশু।।।। নারী তুমি আসলে কি? আসলে এই কথাগুলো মনের মধ্যে প্রচার করছিল কিন্তু বাস্তবে এর প্রচলন দেখা যায়। তবে এখানে কবিতার ছন্দে কি বলতে ও বোঝাতে চাচ্ছে অনেক আসি।
মেয়ে তুমি পারো একটা অগোছালো ছেলের জীবন গুছিয়ে,
আবার তুমিই পারো, একটা গোছানো ছেলের জীবন অগোছালো করতে।
মেয়ে তুমি, ভালো বন্ধুর সম্পর্ক দিতে।
আবার তুমিই পারো, সুন্দর প্রণয়ের সম্পর্ক গড়তে।
মেয়ে তুমি পারো, সংসারে শান্তি আনতে,
আবার তুমিই পারো, শান্তি নষ্ট করতে।
মেয়ে তুমি পারো, ছলনাময়ী, স্বার্থপর হতে,
আবার তুমিই পারো, প্রিয় মানুষটির জন্য অনেক কষ্ট করতে।
মেয়ে তুমি পারো, মন থেকে ভালোবাসতে,
আবার তুমিই পারো, টাইম পাস করতে।
মেয়ে তুমি পারো, রাতপরী হওয়া অন্ধকার গলিতে হাঁটতে।
আবার তুমিই পারো, মাদার তেরেসার মত মহীয়সী নারী হতে।
মেয়ে তুমি পারো, নীরবে কষ্ট সহ্য করতে,
আবার তুমিই পারো, বলিষ্ঠ প্রতিবাদে প্রতিবাদ করতে।
মেয়ে তুমি পারো, নিষ্ঠুর-মতাহীনের মত আচরণ করতে,
আবার তুমিই পারো, অতুলনীয় মর্ম পরিপূর্ণ জননী হতে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started