জীবনে চলার পথে অনেকের সাথেই সম্পর্ক হয় ক্ষণিকের জন্য কিংবা আমৃ*ত্যু অবধি, কেউও জড়িয়ে যায় অনুভূতিতে কেউও বাহ দীর্ঘশ্বাসে কাউকেই ভুলে যাওয়া যায় না।
যে চলে যায় তাকেও মন মনে রাখে
যে থেকে যায় সে তো মনে থাকেই,
যে চলে যাওয়ার তাকে ভালোবাসলেও চলে যায়
যে থেকে যাওয়ার সে প্রেম হউক কিংবা অবহেলা থেকেই
যায়!
মন চায় মিষ্টি অনুভূতি, আসলে ভালোবাসে বেদনা
ভবিষ্যতের স্বপ্ন বিসর্জন দিয়ে হলেও
ফেলে আসা অতীতে অধিক আসক্ত থাকে মন
ব্যর্থতা হউক কিংবা সফলতা,
প্রেমের চেয়ে ঘৃণা বাড়ে শুধুই পাশে থাকা মানুষের জন্য
ভালোবাসা যেনো ফেলে আসা অতীত

Leave a comment