খুব জানতে ইচ্ছে করে কেমন আছ?
এখনো কি না ঘুমিয়ে রাত জেগে অপেক্ষা করো একটু কথা বলার জন্য?
একটু সময় পেরিয়ে গেলে মুখ ভার করে থাকো?
এখনো কি পথ চেয়ে বসে থাকো শুধু আমার জন্য?
খুব জানতে ইচ্ছে করে কাকে ভালোবাস?
প্রতি রাতে কার জন্য এখন অপেক্ষা করো? এখনো কি না ঘুমিয়ে কথা বলে তুমি রাত পার করো? কারো জন্য কি এখনো অভিমান করে বসে থাকো? এখনো কি কাউকে বলো ‘খুব মিস করছি তোমায়?
খুব জানতে ইচ্ছে করে
ভুলে
কি গেছ সেই কথাটি ‘ভালোবাসি তোমায়?
প্রতিদিন কথার মাঝে বলতে ভালোবাসি
এখনো কি মনে মনে বলো আমায় ভালোবাসি?
খুব জানতে ইচ্ছে করে
কাকে বলো ‘ভালোবাসি’?
এখনো কি প্রতিদিন বলো এই কথাটি?
অধীর হয়ে কি অপেক্ষা করো কথাটি শোনার জন্য?
এই কথাটি শুনে কি শান্তি পাও আগের মত?
খুব বেশি কিছু চাইনি তোমার কাছে
একটু ভালবাসা চেয়েছিলাম
তোমার হাতটি ধরে জীবনের পথ পাড়ি দিতে চেয়েছি
তোমার বুকে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাতে চেয়েছি খুব বেশি কিছু চাইনি
তোমার চোখে চোখ রেখে বলতে চেয়েছি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি শুধুই তোমায়।
Leave a comment