এমএক্স রাশু।।।।।।।।।
একদিন সবকিছু থেমে যাবে।
জীবন নামক ঘড়ির টিকটিক শব্দ আর শোনা যাবে না। সূর্য পূর্ব দিকে উঠবে আর পশ্চিমে অস্ত
যাবে।
সবকিছু স্বাভাবিক থাকবে।
শুধু থাকব না শুধু আমি।
জীবনের নাটকে অভিনয় করতে করতে আমার পার্ট যে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারব
না।
চিরচেনা পৃথিবী অচেনা হয়ে যাবে।
পৃথিবী নামক জায়গা থেকে আমার মত আবর্জনাকে সড়িয়ে ফেলতে সবাই ব্যস্ত হয়ে
পড়বে।
কেউ বলবে না আর একটু সময় থাকুক। হয়তো বা আমার জন্য কেউ কাঁদবে কিছুসময়ের
জন্য।
আস্তে আস্তে সবাই ভুলে যাবে।
পৃথিবী থেকে আমার নাম মুছে যাবে।

Leave a comment