হাজার তারার মেলায় তুমি যেদিন খুব করে বলেছিলে এসো জ্যোৎস্না স্নানে রুপালি চাঁদের আলোতে চোখে চোখ রাখি, সেদিন তোমাকে খুব অবুঝ মনে হয়েছিলো মনে হয়েছিলো বড় আবেগী তুমি।
মাঝ রাতে হঠাৎ ফোন করে তুমি যখন বলতে ভালোবাসি,
তখন তোমার উপর খুব রাগো হতো জানো?
ফোন কানে রেখেই ঘুমিয়ে যেতাম, তবুও তুমি বার বার ফোন দিতে,
তখন তোমার ভালোবাসাগুলো গলা টিপে হত্যা করে ফেলতে ইচ্ছে হতো, তোমার শাষন গুলো বিষের মতো মনে হতো,
ক্রমাগত দংশন করতো তোমার প্রতিটি কথা,
আমি সেদিনও বুঝতাম তোমার ভালোবাসা,
তোমার হৃদয়ের অনুভূতি গুলোকে বার বার আমি মেরে ফেলতাম
আর তুমি হাসতে হাসতে বলতে ভালোবাসি।
আগে ভালোবাসা বুঝতাম না, ভালোবাসা কি? তাই ভালোবাসাকে নিয়ে খেলা করতাম,
এখন ভালোবাসা বুঝি, তাই ভালোবাসা আমাকে নিয়ে খেলা করে।
তোমার কথাগুলো এখন হৃদয়ের বার বার ধ্বনিত হয়, স্পন্দিত হয়, ভেসে যায় গভীর অভিমানে।
কত নিশি রাত, জাগ্রত চোখ, ঘুমহীন শরীর জেগে থাকে তবুও ভালোবাসি কথাটা নেই, তোমার শূন্যতায় বড় নিঃস্ব হয়ে যাই।
হারিয়ে গেছে সব হারিয়ে গেছে হারিয়ে ফেলেছি ভালোবাসা।”

Leave a comment