আর সুখ নেই আগের মতো … মনের অলিন্দে ,
আর আসেনা আগের মতো উদরে বেদম ক্ষিধে ।
মনটা এখন মরে থাকে চার দেয়ালের মাঝে ,
মন আর বসে না কোন উৎসাহে কোন কাজে ।
পাড়ি দিয়েছি জীবনের অনেক পথ অনেক ধাপ ,
আজ কেন জানি মনে হয় বড় হওয়াই হয়েছে পাপ ।
ছোট ছিলাম বেশ ছিলাম … ছিলনা এতো ফিকির ,
ছিল না বালাই কিবা ফল পাপের কিবা সে নেকীর ।
ছিল না কর্ম, ছিল না মর্ম, ছিল না ঝুঁট ঝামেলা ,
সারাদিন কেটে যেত হাসি উল্লাসে করিয়া খেলা ।
যতসব মরণ হয়েছে বড় হওয়া , বুদ্ধি বাড়া ,
আজ আমার কেউ রাখেনা খবর , হয়েছি সর্বহারা ।
আজ আমাকেই রাখতে হয় সবার খবর …,
মরে গেলে আমাকেই বুঝি খুঁড়তে হবে আপন কবর ।
কেহই আমার নেয়না খবর … কেমন আছি ,
জীবন যুদ্ধে পেরেশান হয়ে কভু মরি কভু বাঁচি ।
মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে মরি …,
মহাপাপ ভেবে বিধাতার কাছে পাঠ করি সরি ।

Leave a comment