জানিনা ভালবেসে তোমাকে

November/17/11/2023/এম এক্সরাশু জানি না ভালোবেসে তোমাকে
কখোনো পাব কি না,
তবু এ মন তোমাকেই
ভালোবাসতে ইচ্ছে করে।

আমার ভালোবাসার তীব্রতা
তোমাকে বুঝাতে পারবো না।
তবে পৃথিবীতে এমন কোনো
মাপকাঠি আজো হয়না!!

জানি না কখোনো তোমার
যোগ্য হতে পারবো কি না!
তবে, তোমাকে ভালোবেসে
যোগ্য হবার হাজার টা চেষ্টা করতে পারবো।
তবু এ মন কখোনই পিছপা হবে না!!

জানি না ভালোবেসে তোমাকে
কখোনো সুখ দিতে পারবো কি না,
তবে, তোমাকে সুখে রাখার
হাজারটা চেষ্টা করতে পারবো!!

জানি না কখোনো তোমাকে তাজমহল
উপহার দিতে পারবো কি না,
তবে, মনের ভিতরের তাজমহল টা
চিরদিনের জন্য তোমায় দিতে পারবো!!

জানি না এ ধরনীতে তোমাকে
কে কতটা ভালোবাসবে,
তবে, আমার মত ভালো
কেউ তোমাকে ভাসবে না!!

2 responses to “জানিনা ভালবেসে তোমাকে”

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started