আজ হয়তো জীবনের কাছে হেরে গেছি 19/11/2023/ এম এক্স রাশু হেরে গেছি কোন এক মিথ্যা অনুভুতীর কাছে। বদলে নিয়েছি আজ নিজেকে সুখ গুলো সব হারিয়ে, খুঁজে পেয়েছি সব কষ্ট কে তবুও বলতে পারি মন থেকে ভালোবাসি শুধু তোমাকে। যদি ভুল করে ভুলে যাওয়া যেতো, তবে তোমায় ভুলে যেতাম। যদি অভিমান করে দূরে যাওয়া যেতো, তবে তোমায় ছেড়ে যেতাম। যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেতো তোমায়, তবে তোমায় ঘৃণা করতাম। যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেতো, তবে দু’চোখের জলে সাগর সৃষ্টি করতাম। যদি আর একটি বার তোমায় কাছে পেতাম, তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসা টুকু ও তোমাকেই দিতাম


Leave a comment