20/11/2023/এমএক্স রাশু
হে নারী! কেনও কষ্ট দাও মোরে,
তোমায় পাগলের মত করে,
ভালোবাসাই কি ভুল ছিলো আমার?
একটু একটু করে জমেছে মনে কষ্টের পাহাড়।
যতটা বাসলে ভালো লোকে মজনু বলে,
তার চেয়ে বেশী ভালোবেসেছিলাম বলে,
হৃদয় মাটির পাত্রের মত ভেঙ্গে হল চুরমার,
ভাবি বসে নিরালায়,
এ মন কি লাগবে জোড়া কভু আর?

Leave a comment