আছে ভালোবাসা, নেই অধিকার”

22/11/2023/Mxrashu

এ পৃথিবীতে যদি কাউকে ভালবেসে থাকি,
তো শুধু সে তুমি ।
কার জন্য এ হৃদয় জানালা খোলা ?
সে শুধুই তোমার তরে ।

কাকে ভালোবেসে জ্বলি আমি অহর্নিশি ?
তুমি, তুমি, সে শুধুই তুমি ।
ভালোবাসার রিক্ত পাত্র আজ পূর্ণ কার ছোঁয়ায় ?
আমার হৃদয় সে শুধু তুমিই ।

তোমায় আমি এত যে ভালোবাসি,
তবুও তো কষ্ট দেই দিবস রজনী,
বেদনার নীল সমুদ্রে ভাসাই তোমায় ।

বুঝি না আমি যাকে এতো ভালোবাসি,
তাকে কষ্ট দিয়ে কী যে সুখ পাই !
প্রশ্নের পর প্রশ্ন জমে, উত্তর জানা নাই ।

আসলে যাকে এতো যে ভালোবাসি,
তাকে একটু ছুঁয়ে দেখার, জড়িয়ে ধরা বুকের গভীরে,
কোনো অধিকার নেই ।

ভালোবাসি দু’জন দু’জনকে অথচ,
আছে ভালোবাসা, প্রতিশ্রুতি নেই,
ভালোবাসা আছে , অধিকারটুকু শুধু নেই

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started