সত্যি বলতে গেলে ভালবাসার পেছনে কোন কারন বা ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। থাকেনা ভালবাসার কোন ঠিকানা। আমার মনে হয় ভালবাসার মানেই হলো মায়া আর মমতার শুরু। আর এই ভালবাসাগুলো বেচেঁ থাকে অনেকটা মায়া আর মমতার বন্ধনে।
ভালবাসার প্রকৃত অর্থ বা ব্যাখ্যা আমরা যাই বলি না কেন, সে যেন বিশাল সমুদ্রে মুক্তা কড়াাঁনোর মত। ভালবাসা আসে মনের গভীর হতে। বিভিন্ন মানুষের কাছে ভালবাসার অনুভূতি ভিন্ন রকমের হয়ে থাকে।কেউ ভালবাসায় মিলন পছন্দ করে। আবার কেউ বা ভালবাসায় বিরহ বা বিচ্ছেদ কে নিয়েই বেচেঁ থাকতে চায়।

Leave a comment