নবিতা তোমার দুরন্ত ছোটাছুটি
খিলখিলিয়ে হাসির লুটোপুটি
নবিতা তোমার বাঁকা ঠোটের হাসি
দেখতে আমি অনেক ভালোবাসি।
নবিতা তোমার অকপটে কথা বলা
খুনসুটি আর ছোট ছোট ছলা কলা
নবিতা তোমার আকাশ পানে চাওয়া
আমার কাছে আকাশ হাতে পাওয়া।
নবিতা তোমার ছি-কুতকুত খেলা
বৌয়াছি আর গোল্লাছুটে যায় বেলা
নবিতা তুমি এসব কর যখন
তোমায় আমি ভালোবাসি তখন।
নবিতা তুমি শিখবে কখন পড়া
হৃদয় বুঝে হৃদয়টাকে ধরা
নবিতা আমি আছি প্রতিক্ষাতে
কখন রাখবে হাতটি আমার হাতে?


Leave a comment