ঐ প‌থে হেটো না‌কো

ঐ প‌থে হেটো না‌কো যুবক!
ওরা পাথর ,ওরা পাথর নি‌মিত্ব কিছু একটা!
কং‌ক্রি‌টের দেওয়া‌লে আঘাৎ হে‌নে তু‌মি কি পা‌বে?
ওখা‌নে হৃদয় নেই ,ওদের কা‌রো হৃদয় নেই
ওরা নারী নয় ,ওরা নারীর আদ‌লে গড়া!
অসুস্ত সভ্যত‌ার স্বয়ংক্রিয় সৃষ্টি, ওরা কথা দে‌বে
কথা কিন্তু রাখ‌বে না।
ঐ চোখ যত গ‌ভির হোক , চোঁখে চোঁখ রেখ না ‌
ঐ দু‌চোঁ‌খ জ্ব‌লে যা‌বে ওখা‌নে হৃদয় রেখ না পু‌ড়ে যা‌বে,
ওরা নারী নয় ওখা‌নে হৃদয় নাই ।
ওখা‌নে এখন কোন সূত্র প্র‌য়োগ চল‌বে না
ওরা নিপাত‌নের সিদ্ধ স‌ন্ধির মত
ওরা নারী নয়
ওরা নারী না‌মের প্রলংকরী ঘূ‌নি ঝড়!
ওরা নারী নয় ওখা‌নে হৃদয় নাই
ওখা‌নে হৃদ‌য়ের লেন‌দে‌নের স্থান নাই
গ‌ত আ‌লেচনার জন্য দূ:খ্য আ‌ছে
ওরা মহা উৎস‌বে মে‌তে আ‌ছে হৃদয় ভাঙার খেলায়
ওখা‌নে নারী নেই, ওরা নারী নয় ।
ঐ প‌থে হেট না যুবক
ওরা নারী নয়
নারীর মত নারী ওখা‌নে নাই
ওখা‌নে নারীর হৃদয় নাই ওখা‌নে ওরা আজ‌কের সভ্যতার সংকট
ওখা‌নে আজ‌কের নারী ও নারী‌ত্বের মহাসংকট
ওরা নারী নয়!

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started