আমি কখনো কারো আপন হতে পারিনি, তীব্র আশা নিয়ে যখনই কাউকে আকড়ে ধরতে চেয়েছি অবাঞ্ছিত খড় কুটো ভেবে সেই দূরে ঠেলে দিয়েছে। আমি কখনো কারো প্রিয় হতে পারিনি ভালবেসে যখনই কারো কাছে গিয়েছি, অবহেলার চাদর আমাকে ঘিরে ধরেছে। আমি কখনো কারো নিজের মানুষ হতে পারিনি সব অভিমান ভুলে যাকেই নিজের ভেবেছি, দিনশেষে সেই আমাকে আঘাত করেছে। আমাকে কেউ কখনো আগলে রাখেনি, কষ্ট ভুলে যখনই আমি নিজেকে সামলে নিয়েছি ভুল ভালবাসা আমাকে আবার হাতছানি দিয়েছে। আমি কখনো কারো ভালবাসার মানুষ হতে পারিনি ভালবাসা দিবো বলে সবাই আশায় রেখেছে, তবু অপেক্ষার দিন শেষ করে কেউ ফিরে আসেনি আমি কখনো কারো আপন হতে পারিনি।


Leave a comment