তুমি কেমন আছো?
তোমার কাছে আমার কেবল এক প্রশ্ন,
যেটা জানার জন্য তোলপাড় করছে হৃদয়!!
তোমার যেই একগাল হাসির সঙ্গে মিশেছি আমি,
সেই হাসি ও যে বহুকাল হয় দেখি না, ভীষণ ইচ্ছে করে অন্তত একবার তোমার হাসি মুখ টা দেখার। কিন্তু চাইলে ও আর আমি তা দেখতে পাবো না!! যেন নির্দয় নিয়তি জীবনের কাঙ্খিত মুহূর্ত গুলো কৌশলে কেড়ে নিয়েছ।।।।


Leave a comment