ভালোবাসার এই প্রিয় মানুষকে কখনো ভোলা যায় না। তাকে শুধু বারবার মনে পড়ে। আর জানতে ইচ্ছা করে সেই ভালোবাসার প্রিয় মানুষটি কি এখনো আমাকে মনে রেখেছে কিনা। সেই অনুভূতি নিয়ে আজকের এই কবিতাটি লেখা।আসলে ভালোবাসার মানুষটি আজও মনে রেখেছে কিনা সেটা খুবি জানতে ইচ্ছা করে।আসলে ভালোবাসার প্রিয় মানুষটিকে মন থেকে কখনো দূরে সরানো যায় না। সেই মনের ভিতরে জায়গা করে নিয়েছে।আর এই জায়গা কেউ পূরণ করতে পারে না। তো বন্ধুরা আশা করছি সে আমার কবিতার লাইন,,, আস তাকে ভালো না বাসলে লিখতে পারতাম না,,,,,সে ছন্দ আমার আর আমি কবি,,,,,,,,,,,,,,,,



Leave a comment