বুকে ব্যথা জমিয়ে আর চোখে জল ঝরিয়ে যদি কাউকে ভুলে যাওয়া যায় তাহলে ভুলে গেছি তোমায়।কি তাই না ///////এই এলে এই চলে গেলে সময় দিলেন আর বুঝিনি তোমার মায়াবিনী ওই রূপে এতই ছলনা লুকানো ছিল,,সাব্বাস যদি ভালোবাসায় কেউ যদি নোবেল পেতো তুমি আগে পেতে কারণ তুমি ভালোই অভিনয় করতে জানো কখনো মানুষকে হাসাও আবার কখনো কাদাও আবার দূরে ঠেলে দাও সাব্বাস নিষ্ঠুরতা তোমাকে মানায় //



Leave a comment