আমি হাসি, যেন শপথ নিয়েছি না কাঁদার,
তবে এই হাসির ভিতরে চাপা আছে এক হাজার অভিশাপ।
শূন্যতারা অন্ধকারের রেখায় পথ খুঁজে নেয়,
আর আমি? আমি রোদ্দুরের মাঝে ছায়া গিলে যাই।
আমি জানি কীভাবে আলোয় নিজেকে ভাসিয়ে রাখতে হয়,
যেন সুখের প্রতিচ্ছবি আমার মুখে আঁকা থাকে।
কিন্তু অন্ধকার জানে, কোথায় আমি সত্য,
যেখানে আমার প্রতিটি হাসি এক শূন্যতার রক্তাক্ত চিহ্ন। এম এক্স রাশু


Leave a comment