চোখের কোণে জমে থাকা প্রার্থনার জল,
যে কাঁদে, সে বোঝে ব্যথার ছোঁয়া।
সময় পেরিয়ে গেলে হয়তো সব মুছে যাবে,
কিন্তু ব্যথা রয়ে যায়, অন্তরের কোণে চিরস্থায়ী ছায়া।

গল্পটা হবে তোমায় নিয়ে
চোখের কোণে জমে থাকা প্রার্থনার জল,
যে কাঁদে, সে বোঝে ব্যথার ছোঁয়া।
সময় পেরিয়ে গেলে হয়তো সব মুছে যাবে,
কিন্তু ব্যথা রয়ে যায়, অন্তরের কোণে চিরস্থায়ী ছায়া।

Leave a comment