আমি ভালবেসেছিলাম এক মায়াবীকে—
যার চোখে ছিল বিষের ছোঁয়া,
যার হাসিতে জ্বলত আগুনের শিখা,
যার প্রতিটি শব্দ ছিল মিথ্যের অলংকারে সাজানো।
সে ছিল এক শিল্পী—
মিথ্যে দিয়ে আঁকত প্রেমের প্রতিচ্ছবি,
আর আমি ছিলাম সেই ছবির ভিতরে বন্দি।
আজ আমি মুক্ত—
তার বিষাক্ত মায়া আর আগুনের হাসি
আমার হৃদয়ে আর ছায়া ফেলে না।
আমি এখন নিজের সত্যের কবি—
যেখানে প্রেম মানে সম্মান, আর মিথ্যে মানে বিদায়।


Leave a comment