লেখক রাশু
ভালোবাসার মানুষ নেই এ জগতে,
তবু হৃদয় রোজ সাজে তার অপেক্ষায়।
আকাশে চাঁদ ওঠে, কিন্তু আলো ছুঁয়ে যায় না,
বাতাসে গান বাজে, কিন্তু কেউ শোনে না।
এই জগতে ভালোবাসা যেন
একটা পুরনো গল্প—
যা সবাই জানে,
কিন্তু কেউ আর বলে না।
কেউ নেই যে চোখে চোখ রাখবে,
নেই সেই হাত,
যা ব্যথার ভেতরেও বলবে—”আমি আছি।”
তবু আমরা বাঁচি,
একটা অসমাপ্ত কবিতার মতো,
যার শেষ লাইন কেউ লেখেনি।
ভালোবাসার মানুষ নেই,
তবু ভালোবাসা আছে—
একটা ছায়া হয়ে,
একটা প্রার্থনা হয়ে,
একটা নামহীন সুর হয়ে।


Leave a comment