লেখক এম এক্স রাশু
তুমি নেই, তাতে কি?
তোমার স্মৃতি আছে—
কিন্তু আমি আর কাঁদি না।
স্মৃতি জ্বলুক,
আমি ছাই হয়ে যাই না।
তুমি নেই, তাতে কি?
তোমার ছায়া থাকুক—
আমি আর তাতে আশ্রয় খুঁজি না।
তোমার নাম শুনে হৃদয় কাঁপে না,
শুধু মনে পড়ে,
আমি একদিন দুর্বল ছিলাম।
তুমি নেই, তাতে কি?
তোমার কথা থাকুক বাতাসে,
আমি শ্বাস নিই নিজের নামে।
তোমার অভাব নয়,
আমার অস্তিত্বই এখন?
তুমি নেই, তাতে কি?
আমি তো আছি—
অবিচল, অপ্রতিরোধ্য,
তোমার স্মৃতিকে সহ্য করে,
নিজেকে রক্ষা করে।


Leave a comment