নিভু নিভু ভালোবাসা?
লেখক এমএক্স রাশু
আমি তো আছি, বেশ ভালোই আছি,
বুকের গভীরে দুঃখের আগুনে পুড়ে।
সারাক্ষণ জ্বালায়, নিঃশব্দে পোড়ায়,
কেউ জানে না, কেউ বোঝে না মূরে।
এই জীবনে নেই কোনো আসার আলো,
আকাশও যেন আজ নিঃসঙ্গ ধূসর।
স্বপ্নেরা ভাঙে, নিঃশব্দে ঝরে,
আছে শুধু ভালোবাসা—নিভু নিভু, অসর।
একটুখানি আশার রঙ নেই,
তবু হৃদয় চায় ছুঁতে কোনো ছায়া।
যে ভালোবাসা নিভে গেছে বহু আগে,
সে-ই আজ আমার একমাত্র মায়া।


Leave a comment