তুমি চলে যাওয়ার পর বুঝেছি,
মানুষ নীরবতাতেও ভেঙে যেতে পারে।
তোমার ছোট ছোট যত্নগুলো
আজও বুকের ভেতর কাঁটার মতো লাগে—
ফেলে দিতে পারি না,
ধরে রাখলেও ব্যথা থামে না।
রাতে চোখ বুজলে শুধু তোমার নামই ভেসে ওঠে,
যেন আমি ভুলতে চাই,
কিন্তু মন তোমাকেই আঁকড়ে ধরে থাকে
😌✍রাশু


Leave a comment