তুমি চাইলেই আমাদের গল্পটা হতে পারতো
গোটা একটা উপন্যাস
তুমি চাইলেই চৈত্রের বুকে বয়ে যেতে পারতো
শ্রাবনের বারিধারা
তুমি চাইলেই অকুল সাগরে দিশা ফিরে পেতো
দিকভ্রান্ত নাবিক
তুমি চাইলেই নীড় হারা পাখি খুঁজে পেতো
ভরসার আশ্রয়
তুমি চাইলেই ঝরে পড়া বকুল হতে পারতো
যত্নের স্মৃতির মালা
তুমি চাইলেই অমর হতে পারতো
তোমার আমার প্রেম।। 🖤🖤
✍️রাশু


Leave a comment