হায় ভালোবাসা!এত যন্ত্রনা আর কিসে পাওয়া যায়?
মন প্রান সব সপে দিলা অথচ চাওয়া জুড়ে ছিলো এক বুক ভালোবাসা।ইচ্ছা ছিলো সন্ধ্যেয় ক্লান্তি তাড়ানোর চায়ের কাপে ঠোটঁ চুবানোর কিন্তু সন্ধ্যেটাই আজ বড্ড একা।প্রত্যাশা ভীষণ জোৎস্না বিলাসে মুগ্ধ আবেশে হারাবো হাতে হাত রেখে খুব নিরবে।স্বপ্ন যেনো এক জোড়া হাত আর পাজোড়া এক করে রাতের সুখে জীবন বাজি রাখবো।বাসনা বুনলাম অল্প আলোর ভাঙাচোরা কামড়া হবে আলোকিত ভালোবাসার কোমল পরশে।
কিন্তু সব শেষ হয়ে যায় রয়ে যায় শুধু নিকোটিন ফুকেঁ রাত্রি পোড়ানোর সেই সব স্মৃতি আর এক বুক হাহাকার।অনুভবে থাকা প্রিয় অন্য কারো ইনবক্সে সুখের কিংবা দুঃখের আলাপে ব্যস্ত ভীষণ,এত যন্ত্রনা আর কিসে পাওয়া যায়?
ভালোবাসা ভীষণ অপরাধ হুম ভীষণ অপরাধ।যে গ্রহে ভালোবেসে বদনাম রটে সেখানে নিসঙ্গতাই শ্রেয়।
নরম হৃদয়ে প্রেম মানায় না


Leave a comment