Tag: dailyprompt-1974
-
চুপিচুপি মাথায় হাত রাখে।
জীবন যতই রুক্ষ হোক, দুঃখ যেন ছায়ার মতোই সঙ্গী—চলে না, সরে না, শুধু পাশে পাশে থাকে। তবে জানো, দুঃখ সবসময় কাঁটার মতো বিঁধে থাকে না—কখনো কখনো সে কবিতা হয়ে ঝরে পড়ে, কখনো গান হয়ে বেজে ওঠে, আবার কখনো চুপিচুপি মাথায় হাত রাখে।
