Tag: dailyprompt-2044
-
আর কখনো ফোটে না
ভালো থাকার ইচ্ছা আমি ভালো থাকলে কেউ দেখে না, আমি খারাপ থাকলে বাহ!—তবু কেউ পাশে থাকে না। জন্মের পরেই হারিয়েছি আশ্রয়, বাবা-মা নামের সেই প্রথম ভালোবাসা।তাই ভালো থাকা, না থাকা— কারো কিছু যায় আসে না। আমি তো অপরাধী, নিজেরই চোখে, আল্লাহ হয়তো তাই কেড়ে নিয়েছেন আপনজন।কিন্তু সেদিন থেকেই, ভালো থাকার ইচ্ছেটাই যেন এক মৃত ফুল হয়ে গেছে— যা আর কখনো ফোটে না।
