Tag: dailyprompt-2060
-
আমি লিখছি আমার মুক্তির কবিতা।
ভালোবাসা নয় তোমার,তুমি এক বিষাক্ত নাগিনী—চোখে ছিল না কোমলতা,ছিল শুধু ছলনার ছায়া।তুমি এসেছিলে নীরবে,হাসির আড়ালে বিষ ঢেলে,আমার হৃদয়কে করেছিলেএক বিষাক্ত বাগানে রূপান্তর।তোমার স্পর্শে জ্বলে উঠতনা-জানা এক বিষের আগুন,আমি ভেবেছিলাম প্রেম,তুমি ছড়িয়েছিলে ধ্বংস।তবু আজ আমি দাঁড়িয়ে আছি,তোমার ছায়া ছিন্ন করে—আমি আর প্রেমের ভিখারি নই,আমি নিজেই এক অগ্নি, এক কবি।তুমি নাগিনী, আমি নীলকণ্ঠ,তোমার বিষ আমি গিলে ফেলেছি,কিন্তু…
