Tag: dailyprompt-2158
-
একলা আমি, নির্ঘুম রাত
৪৯অবসর ভেঙে এসো তুমিপ্রেমের ময়দানে;সৃষ্টি হোক ইতিহাস।৫০একলা আমি, নির্ঘুম রাতমেঘের আড়ালে লুকানো চাঁদ।একলা আমি, নিস্তব্ধ চারপাশমগজ জুড়ে একরাশ বিষাদ।পুরো শহর ঘুমিয়ে গেছে,ছুটোছুটি, কোলাহল থেমে গেছেআমার অনিদ্রিত আঁখিযুগলএখনো নির্বিঘ্নে জেগে আছে।৫১থানায় একটা জিডি করবো তোমার নামে।তুমি প্রতিরাতে স্বপ্নে এসে আমার ঘুম নষ্ট করেপালিয়ে যাও মনের অজান্তেই।আর আমি সারারাত নিদ্রাহীন কাটাই!এ কেমনতর খেল গো তোমার, মেয়ে?অনিদ্রায় রজনী…
