Tag: dailyprompt-2165
-
না হয় যদি দেখা
দেখা যদি না হয় কোনদিন, হোক তাতে কি?ভুল যদি হয়ে থাকে , তবুও তো ভালোবেসেছি …ভালোবেসে মরুভূমিতে ফুল ফুটিয়েছি।ফুল তো ফুটে ঝরে যাওয়ার জন্যেই, ঝরুক না একটু।বুকের মাঝে না হয় একটু স্মৃতি থেকে যাকচোখের জলে না হয় একটি ঝর্ণা হয়ে থাক,যে স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারি তোমার হৃদয়ে।হয়তো একদিন সকল স্মৃতি বিলীন হয়ে যাবেমহাপ্রলয়ের হার…
