
ভোরের দোয়েল আর শিশ দেবে না ডালিম ডালের ফাকে অকাল শ্রাবনে মেহেদী ফুল তার গন্ধ ছড়াবে না যৌবনা বসন্ত আর ঐ নারঙ্গী বনে ডেউ খেলে দোলা দেবে না ধবল বক আর উড়ে যাবেনা ধান ক্ষেত পেরিয়ে নীল গগনের বাকে, কল্পনার স্মৃতির জগতে বাঁধা রবে যাহা হৃদয়ের অমুল তৃষ্ণা সকলই নিঃশেষ হবে অসমাপ্ত রয়ে যাবে হৃদয়ের কিছু আকাংখা ।
যদি মন চায় দেখে যেও।।কবিতা
ব্যাথার উপমা
ব্যাথার উপমা দিয়ে লিখেছি কবিতা রেখেছি এ হৃদয়ের মাজারে তোমায় ,

Leave a comment