৪৯
অবসর ভেঙে এসো তুমি
প্রেমের ময়দানে;
সৃষ্টি হোক ইতিহাস।
৫০
একলা আমি, নির্ঘুম রাত
মেঘের আড়ালে লুকানো চাঁদ।
একলা আমি, নিস্তব্ধ চারপাশ
মগজ জুড়ে একরাশ বিষাদ।
পুরো শহর ঘুমিয়ে গেছে,
ছুটোছুটি, কোলাহল থেমে গেছে
আমার অনিদ্রিত আঁখিযুগল
এখনো নির্বিঘ্নে জেগে আছে।
৫১
থানায় একটা জিডি করবো তোমার নামে।
তুমি প্রতিরাতে স্বপ্নে এসে আমার ঘুম নষ্ট করে
পালিয়ে যাও মনের অজান্তেই।
আর আমি সারারাত নিদ্রাহীন কাটাই!
এ কেমনতর খেল গো তোমার, মেয়ে?
অনিদ্রায় রজনী আমার যায় ফুরিয়ে।
৫২
তোমাকে ছোঁব বলে হে সুখপাখি
চেপে রেখেছি কত কষ্ট
কতটা স্বপ্ন করেছি নষ্ট
জানো কি তুমি, জানো কি?
৫৩
তপ্ত বিকেলে
রৌদ্রের প্রখরতায়
একাকি হেঁটে চলা
পিচঢালা রাস্তায়।
দমকা হাওয়া এসে
ছুঁয়ে দিয়ে যায়
ঘামে ভেজা শরীর
স্বস্তির ছোঁয়া পায়।
৫৪
বেশি কি আর চাইবো বলো,
একজীবনে তোমায় পেলে?
বৃথা যাবে এ মানব জনম
তুমিহীনতায় মরণ হলে।
তুমি, শুধু যে তুমিই আছো
আমার ধ্যানে-জ্ঞানে-ভাবনায়
হৃদমন্দিরে আসন পেতেছো
মিশে আছো সমস্ত সত্ত্বায়।
৫৫
মুঠোফোনে অবিরাম বক বক, বক বক
কথা হয় রাতদিন টক-ঝাল, ঝাল-টক
ফেসবুক চ্যাটিংয়ে,
এসএমএস ডেটিংয়ে
জমছে, জমছে প্রেম ব্যাপক।
৫৬
মেয়ে,
তোমার প্রেমে সিক্ত হতে চাই;
অবজ্ঞার আঘাতে রিক্ত হতে নয়।
৫৭
যদি বিশ্বাস না হয় তবে এই হৃদয় চিরে দ্যাখ,
সেখানে প্রতিটা স্পন্দনে স্পন্দনে তোরই নাম উচ্চারিত হচ্ছে।
মাথার খুলিটা ভেঙ্গে পুরো মগজটা নিয়ে দ্যাখ,
সেখানে তোর ভাবনারাই শুধু কিলবিল কিলবিল করছে।
আর কীভাবে বললে তুই বিশ্বাস করবি মেয়ে?
আমি তোকে যে ভালবাসি এ জীবনের চেয়ে।
৫৮
মেয়ে,
এ হাত ধরো আবার,
আরেকটি সুযোগ দাও আমায়
আমি আবার নতুন করে
তোমার প্রেমে পড়তে চাই।
৫৯
ফ্রেমেবন্দি ভালোলাগা,
প্রেমেবন্দি মন
আজন্ম সন্ধি তোর সাথে,
রইবে আজীবন।
৬০
আজ সারাদিন বৃষ্টি — টিপটিপ, ঝমঝম
বৃষ্টি বিলাসী মেয়ে আজ ভেঙেছে দ্বিধা, শরম।
আজ সারাদিন রবিঠাকুর — বৃষ্টিভেজা সুর
বৃষ্টিনেশায় নীল বেদনায় প্লাবিত হৃদয়পুর।
৬১
আমার মন্দ থাকার কারণ হলি তুই
তবু, মন বাড়িয়ে তোকেই কেন ছুঁই?
৬২
কোন সে টানে তোমার পানে
যাই, ছুটে যাই সংগোপনে
কিসের আশায় পথ চেয়ে হায়
আসবে তুমি কোন অবেলায়
এসো তুমি, বুকের কাছে
স্পর্শে তোমার দুলুক এ প্রাণ
এসো তুমি, সুরে ভেসে
দু’জন মিলে গাইবো এ গান।
৬৩
আমাকে ছেড়ে যাবার পর
ভেবো না, আমি দেবদাস হবো
চন্দ্রমুখীর ভালাবাসা পেলে,
দেহ-মন সব সঁপে দেবো।
৬৪
তোর কথা মনে পড়লেই,
দু’চোখ জুড়ে ঝাপসা আকাশ!
৬৫
সীমাবদ্ধতাতেই ব্যাপ্তি আমার,
অপূর্ণতাই ব্যাপ্তি
সুখ যে আমার অসহ্য লাগে,
দুঃখে খুঁজি শান্তি।
৬৬
বড্ড বেশি প্রত্যাশা করে ফেলি।
যতোটা না প্রাপ্য তারচে’ কয়েকগুণ বেশি দাবি করি কেন?
যখনই প্রত্যাখ্যাত হই,
তখনই খেয়াল হয়—
আমি তো ততোটা যোগ্য নই!
৬৭
মনা,
কোন বাজারে সুখ হয় রে বেচাকেনা?
পেতাম যদি নিতাম কিনে ষোল আনা।
৬৮
বসেনা মন কোন কাজে
অচেনা সুর হৃদয়ে বাজে।
কাটেনা সময় একা একা
দুর নীলিমায় তাকিয়ে থাকা।
ভাবনাগুলো সব অগোছালো
স্বপ্নগুলো খুব এলোমেলো।
জানিনা কেন যে এমন হয়?
কিসের মোহে অশান্ত হৃদয়?
৬৯
চাই না পেতে ফ্যান-ফলোয়ার;
শ’য়ে শ’য়ে লাইক
চাই না পেতে ডিএসএলআর,
হাল ফ্যাশনের বাইক।
চাই যে শুধু তোমার সাথে
আজন্ম এক সন্ধি
হৃদয় ফ্রেমে তোমাতে আমাতে
প্রেমের যুগলবন্দী।
৭০
সেদিনও আকাশে কালো মেঘ ছিলো,
বাতাসে ছিলো বৃষ্টির আহবান
চোখের কোণে জমেছিলো জল,
হৃদয়ে বেজেছিলো ভাঙনের গান…
৭১
কেউ যদি এক কাপ হেমলক দিতো এনে
চুমুকেই পালিয়ে যেতাম সুদূর মহাশূন্যে।
জাগতিক দুশ্চিন্তারা উবে যেত এক নিমিষে
না-পাওয়াগুলো ভাসিয়ে দিতাম নীল বিষে।
(সমাপ্ত


Leave a reply to mxrashu Cancel reply