হারানো ভালবাসা***
হারানো ভালবাসা –
আজো আমার অনুভূতিতে মিশে আছে।
আজও শিহরন জাগায় মনে।
হারিয়ে যাওয়া পথের বাঁকে,
যেন নতুন পথের সন্ধান মেলে যায়।
পরাজিত আমি যেন,
নতুন আলোর দেখা পাই।
তোমাকে পাবো না জেনেও,
কেন এত স্বপ্ন ?
কেন এই বেঁছে থাকা ?
আমার ভালবাসা এখনও তোমাকে ভালবাসে বলে।


Leave a reply to Md Mehedi Hasan Cancel reply